ডিমলায় বাল্যবিয়ে রোধে সামাজিক আলোচনা ও নাটক মঞ্চায়ন

  
ডিমলা প্রতিনিধি-:’ আপনি আ্ওয়াজ তুললেই বন্ধ হবে বাল্যবিয়ে ।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই সরকারী প্রা:বিদ্যালয় মাঠে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় বাংলাদেশ আর ডি আর এস’র বাল্যবিয়ে রোধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে সামাজিক আলোচনা ও বাল্যবিয়ে রোধকল্পে ’ময়নার শেষ পরিনতি” নামে একটি নাটক মঞ্চায়িত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো: আবু সায়েদ ,বিশেষ অতিথি ছিলেন  অত্র ইউনিয়নের সদস্য ও সদস্যাবৃন্দ, পশ্চিম ছাতনাই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, পশ্চিম ছাতনাই সরকারী প্রা:বিদ্যালয়এর প্রধান শিক্ষক রুহুল আমিন, উত্তর ছাতনাই কে,ডি মাদরাসার সহকারী শিক্ষক ্ও সাংবাদিক মশিয়ার রহমান । অত্র ইউনিয়নের সহস্্রাধিক কিশোর-কিশোরী ও অভিভাবককের উপস্থিতিতে বাল্যবিয়ের কারণ ্ও এর প্রতিকার বিষয়ে আলোচনা, পরামর্শ ও মতবিনিময় হয় ।
বক্তারা বাল্যবিযের কুফল সম্পর্কে কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সচেতন হ্ওয়ার আহ্বান জানান । ইনডিং চাইল্ড মেরেজ র্থো এডলোসেন্ট ইন প্ওায়ার ম্যান(ইসিএমএই)প্রকল্পের ইউনিয়ন ফেসিলেটেটর জেরিন শিল্পির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আরডিআরএস নীলফামারীর প্রজেক্ট কো-অডিনেটর ছিদ্দিকুর রহমান, মনিটরিং অফিসার কাফিরুল ইসলাম, উপজেলা কো-অডিনেটর আমির হোসেন প্রমুখ । 

পুরোনো সংবাদ

নীলফামারী 329678235292757059

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item