সৈয়দপুরে পিইসি পরীক্ষায় উর্ত্তীণ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় উর্ত্তীণ গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।আজ (শুক্রবার) বিকেলে স্বেচ্ছসেবক মো. সোহেল রানার উদ্যোগে ওই স্কুল ব্যাগ বিতরণ করা হয়। উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামার পুকুর উচ্চ বিদ্যালয়ে ওই ব্যাগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক খন্দকার আবিদা সুলতানা।
 অনুষ্ঠানে কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উর্ত্তীণ ৫০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক মো. সোহেল রানাসহ অন্যান্যরা শিক্ষার্থীদের হাতে ওই স্কুল ব্যাগ তুলে দেন।
 অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক আমির হোসেন,রাসেল জোতদার, বীথি, জাকির মামুন, সুমন,সিনথী, মোতালেব, মশিউর, রফিক, বকুল প্রমূখ উপস্থিত ছিলেন।
 এ সব ব্যাগ বিতরণ করে স্বেচ্ছাসেবক মো. সোহেল রানা বলেন, আমাদের সমাজে অনেক গরীব শিক্ষার্থী রয়েছেন। তারা দরিদ্র পরিবারের সন্তান হলেও অনেক মেধাবী। তারা আর্থিক অস্বচ্ছলতার কারণে শিক্ষা জীবনে বেশি দূর অগ্রসর হতে পারে না। তাদের অদম্য ইচ্ছে শক্তি ও মেধা থাকলেও বর্তমানে বৈষ্যমহীন শিক্ষাব্যবস্থার জন্য উচ্চ শিক্ষা গ্রহনে পিছিয়ে পড়ে। আমাদের সমাজের বিত্তবানরা এসব  গরীব ও মেধাবীদের সহায়তায় একটু এগিয়ে এলে তারাও একদিন লেখাপড়া শিখে নিজের পরিবার তথা দেশ ও সমাজের প্রতি অবদার রাখতে সক্ষম হবে।
 তিনি আরো জানান, আমরা কয়েকজন স্বেচ্ছাসেবক ভাই বোন গত বছর থেকে সমাজের গরীব ও মেধাবী শিক্ষার্থী সহায়তায় হাত বাড়িয়েছি। আগামীতে আরো বড় পরিসরে তাদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।    

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8465656101433908560

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item