পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনা রোধে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত-ভিডিও সহ

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা রোধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পঞ্চগড় শাখার আয়োজনে মানব বন্ধন কর্মসূচী ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে  আজ সোমবার ২১শে জানুয়ারি সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালিত হয়, মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বরবরে  জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা সবার উদ্দ্যেশে নিরাপদ সড়কের প্রয়োজনীয়তার কথাসহ পঞ্চগড়ে নিরাপদ সড়কের জন্য সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করেন। মানববন্ধনে আসক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুর সাত্তারের সভাপতিত্বে মানব বন্ধন শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মণ, আসক ফাউন্ডেশন পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক, রসুল বকস্ মানিক, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম, আসক ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট জালাল উদ্দীন আহাম্মদ, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলতামাস হোসেন লেলিন, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার লাকি, সহ-সভাপতি ও  মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমান্ডের আহ্বায়ক,  মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, সভাপতি পঞ্চগড় সদর উপজেলা, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম, জেলা রিপোর্টাস ক্লাব পঞ্চগড়ের সভাপতি সেলিম সোহাগ, মোঃ শফিউল্লাহ রিপন, এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এ্যাডভোকেট হান্নান, মোঃ শাহাজাহান সিরাজ, নবিউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ পুলক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সড়কে  কলা গাছ  দিয়ে প্রতীকী ব্যবহার করে সড়ক ডিভাইডার করে।

বাইপাস সড়ক, মহা সড়কে রোড ডিভাইডার, অদক্ষ চালক, ফুটপাতে উচ্ছেদ করণসহ যে ১০ দফা দাবি পেশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান বক্তারা। মানববন্ধনে আইন সহায়তা কেন্দ্রের  নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর  মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্নারকলিপি প্রদান করে।

পুরোনো সংবাদ

ভিডিও 1178123906521119354

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item