শেখ হাসিনা সেতুতে চাঁদাবাজি বন্ধ ও বাস সার্ভিস চালুর দাবীতে মানববন্ধন, স্বারকলিপি পেশ!

মাহমুদুল ইসলাম লাম,লালমনিরহাটঃ-

রংপুর গংগাচরা শেখ হাসিনা সেতুতে চাঁদাবাজি বন্ধ ও সরাসরি পাটগ্রাম-রংপুর বাস সার্ভির চালুর দাবিতে মানববন্ধন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  স্বারকলিপি প্রদান করেছে ভোগান্তির শিকার জনসাধারন সহ শিক্ষার্থীরা।

 আজ ২৬ শে জানুয়ারী ( শনিবার) কাকিনা - মহিপুর সড়কে সকাল ১০ ঘটিকার সময় কালীগঞ্জ যাত্রী কল্যান সমিতির  উদ্দেগে এ মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।

 জানা যায়,তিস্তা নদীর উপর নির্মিত রংপুর ও লালমনিরহাট জেলার সংযোগ সড়ককে নির্মিত  গংগাচরা  শেখ হাসিনা সেতুতে অটো মালিক শ্রমিকদের চাঁদাবাজিতে যাত্রী প্রতিনিয়ত  ভোগান্তী শিকার হচ্ছে। আদায় করা হচ্ছে যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া। তুষভান্ডার হতে রংপুর বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত মাত্র ২৫ কিমি রাস্তায় যাত্রীদের গুনতে হচ্ছে ৬৫/৭০ টাকা।    গাড়ী বদল করতে হচ্ছে ২/৩ বার। এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় ছাত্র- ছাত্রী সহ জনসাধারনের অবাধ যাতায়াত রয়েছে। 

 ছাত্র ছাত্রীদের সুবিধার্থে অচিরেই তুষভান্ডার হতে রংপুর বিশ্ববিদ্যালয়  পযন্ত দুটি বিশ্ববিদ্যালয়ে  বাস সার্ভিস চালু সহ লোকাল বাস সাভির্স চালুকরন, অটো শ্রমিকদের চাঁদাবাজী বন্ধে এবং অটো শ্রমিকদের সরাসরি চলাচল সহ সবচ্চ ভাড়া ২৫ কিমি এর জন্য ৪০ টাকা নির্ধারনের দাবী জানিয়েছেন স্থানীয় জনসাধারন।


এ বিষয়ে জানতে চাইলে

যাত্রীকল্যান সমিতির  আজিজুল ইসলাম জয় বলেন, আমাদের দাবী গুলো অমুলক নয়, জনস্বার্থ সংশ্লিষ্ট।


এসময় যাত্রী কল্যান পরিষদের সদস্য সচিব আজিজুল ইসলাম জয়, যুগ্ন আহবায়ক সাংবাদিক সাব্বির আহমেদ লাভলু, সদস্য উত্তম কুমার,সোহান ওয়ারেসুল হামিদ সুজন , মজনু আলী শেখ, একরামুল হক, মফিজার রহমান মিঠু ও শাহ আলম সহ দৈনিক মুক্তি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ, অগ্রযাত্রা সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম  স্বারকলিপি গ্রহনকালে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

পুরোনো সংবাদ

লালমনিরহাট 3563248198931814007

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item