নীলফামারীর কিশোরগঞ্জে কৃষকের বাড়িতে ডাকাতি-আহত ৪

মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামালী) সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভীর হাট ডাংগাপাড়া গ্রামে এক কৃষকের বাড়িতে দৃধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার  রাত তিনটার দিকে।
 এসময় ডাকাতদের ধারালো ছোরার  কোপে ওই বাড়ির মালিক জাহিদুল ইসলাম (৪৫)সহ চারজন আহত হয়েছে। আহতরা  সামছুল হক(৪২) জামাল হোসেন (৩২) ও জয়তন নেছা (৪০) । আহতের প্রথমে কিশোরগঞ্জ হাসপাতাল ভর্তি করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  তাদের অবস্থা আংশখা জনক হওয়ার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত ৩ টার দিকে  মুখোসধারী দুধর্ষ ডাকাতদল নিতাই ইউনিয়নের মৌলভীর হাট ডাংগাপাড়া গ্রামের কালুয়া মামুদের ছেলে জাহিদুল ইসলামের বাড়িতে  প্রাচীর টপকে ঢুকে কৃষক জাহিদুলের কাছ থেকে আলু বিক্রি করা টাকা কোথায় আছে জানতে চায়। এসময় জাহিদুল টাকার সন্ধান দিতে  অস্বীকৃতি জানালে ডাকাতদল তাকে ধারালো ছোড়া দিয়ে কোপাতে থাকে। এসময় তাঁকে বাঁচাতে তাঁর পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরত্বর আহত করে । কৃষকের পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে এলে ডাকাতদল পালিয়ে যায়।
নিতাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার সাফিউল ই্সলাম বলেন, এলাকাবাসী জাহেদুলের পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে আসলে ডাকাতদল পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম প্রাথমিক তদন্তে মনে হয়েছে এটা ডাকাতি নয় চুরির ঘটনা।   

পুরোনো সংবাদ

নীলফামারী 12188566643179249

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item