নীলফামারীতে দৈনিক কালের কন্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


তোফাজ্জল হোসেনন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীতে দৈনিক কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ১০ জানুয়ারী (বৃহস্পতিবার) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা সদরের ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কালের কন্ঠ পাঠক সংগঠন শুভসংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ আয়োজন করা হয়।
 প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল  থেকে বের হয়ে সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শুভসংঘের সদস্যবৃন্দ, ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অংশ নেয়। পরে স্কুল চত্বরে শিশু শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়। এতে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র রায়।
 পরে সেখানে অনুষ্ঠিত হয়  প্রতিষ্ঠাবার্ষিকীর এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে শুভসংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি ও রামগঞ্জ কলেজের অধ্যক্ষ  মো. আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ নবাব উদ্দিন, শুভ সংঘের সহ-সভাপতি আসাদুজ্জামান জুয়েল,দৈনিক কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, জলঢাকা প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, সাংবাদিক নজির হোসেন নজু, রামগঞ্জ টেকনিক্যাল স্কুলের শিক্ষক লীনা দে।
বক্তারা বলেন,‘কালের কণ্ঠ মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রকৃত দেশ প্রেমে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে ১০ বছরে এগিয়েছে অনেকদুর। বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে ভুমিকা রাখছে উন্নয়নে। পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি দূর করতে সহায়ক ভূমিকা রাখছে দেশের অগ্রগতিতে। পত্রিকাটি সামাজিক দায়বদ্ধতার মাইলফলক হিসেবে কাজ করছে।’
আলোচনা শেষে সেখানে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও সৃজনশীলতা বিষয়ে তিনটি গ্রুপে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।        

পুরোনো সংবাদ

নীলফামারী 5882710431155881510

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item