দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারিরবিবার থেকে শুরু হয়ে২৩ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
তবে ভর্তি পরীক্ষার কার্যক্রমে প্রগতিশীল শিক্ষক ফোরামের সদস্যরা ও ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলনরত ৫৭ জন সহকারী অধ্যাপকের মধ্যে ২১ জন শিক্ষক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ২০১৯ শিক্ষাবর্ষে ২০০৫টি আসনের বিপরীতে ১ লাখ ১২ হাজার ১ শত ৯২ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে। এছাড়াও বিদেশি কোটায় সাতটি দেশের ৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। দেশগুলো হল ভারত, নেপাল, ভুটান,নাইজেরিয়া, সোমালিয়া, ইথপিয়া ও জিভুতি। তাদের আবেদন চলমান রয়েছে।একটি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৫ দশমিক ৯৫ শতাংশ। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই এত আবেদন জমা পড়েছে। যা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4517075844005831487

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item