টিভি সিরিয়াল হয়ে আসছে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’

বিনোদন ডেস্ক-
     

বাংলাদেশে সিনেমার ইতিহাসে মাইল ফলক হয়ে আছে ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিনেমাটি। এখনো মানুষ মনে রেখেছে এই সিনেমার গান। মাত্র ২০ লাখ টাকায় ১৯৮৯ সালে সিনেমাটি নির্মাণ করা হয়। এরপর বাংলা চলচ্চিত্রে যোগ হয় নতুন অধ্যায়। সকল রেকর্ড ছাড়িয়ে ছবিটি আয় করে ২৫ কোটি টাকা।

পরবর্তীতে কলকাতায় এটি পুনরায় নির্মাণ করা হয়। এই ছবিতে নায়ক ছিলেন চিরঞ্জিত আর নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। সেখানেও ছবিটি ব্যাপক ব্যবসা করে। নতুন খবর হলো, এবার ভারতে সিরিয়াল হচ্ছে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ নামে। কালজয়ী এই সিনেমাকে টিভি সিরিয়ালে রূপান্তর করে পর্দায় নিয়ে আসছে ভারতের নতুন বাংলা টিভি চ্যানেল ‘সান বাংলা’।


আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সোম থেকে শুক্রবার প্রতিদিন বাংলাদেশ সময় রাত আটটায় দেখানো হবে ধারাবাহিকটি। সান বাংলার সাতটি নতুন ধারাবাহিকের মধ্যে একটি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’। প্রধান ভূমিকায় দেখা যাবে রবি শাও এবং স্নেহা দাসকে। প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস আর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর শ্রাবন্তী।

রবি শাও কলকাতার জি বাংলার সিরিয়াল ‘রাধা’ ও স্টার জলসার ‘জীবন জ্যোতি’তে অভিনয় করেছেন।‘বেদের মেয়ে জ্যোৎস্না’ নিয়ে তিনি খুবই উত্তেজিত। বললেন, ‘চরিত্রটা খুব চ্যালেঞ্জিং। এর আগে যে দুটো চরিত্র করেছি, দুটোই একেবারেই শহুরে ধনী পরিবারের ছেলে। আর এখানে পুরো ব্যাপারটাই আলাদা, ফ্যান্টাসি গল্প আর আমি রাজকুমার। স্টোরি লাইনটা খুব ইন্টারেস্টিং। অনেক ড্রামা রয়েছে এবং চরিত্রে অনেক শেডস আছে। আমি খুব এক্সাইটেড।’

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6877243425127905932

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item