ডোমারে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

আনিছুর রহমান মানিক,ডোমার প্রতিনিধি-নীলফামারীর ডোমারে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্তক্ত করার অপরাধে রবিন ইসলাম লোকমান (৩১) নামে এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী র্কমকর্তা মোছা. উম্মে ফাতিমা এই সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত লোকমান উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা চেয়ারম্যান পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

ডোমার থানার এএসআই শাহিন আলম জানান, পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে কোচিংয়ে যাওয়ার পথে রাজ্জাক মিয়ার হাট সংলগ্ন ভোম্বলের মোড় নামক স্থানে বখাটে রবিন খারাপ প্রস্তাব দেয় ও অশ্লীলভাবে গালিগালাজ করে। এ সময় ছাত্রীটির চিৎকার চেচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে রবিন পালিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীটির বাবা ডোমার থানায় অভিযোগ করলে শনিবার রাতে রবিনকে আটক করে পুলিশ।

তিনি জানান, পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ১৫ দিনের জেল প্রদান করেন।

ছাত্রীটি জানায়, দীর্ঘদিন থেকে স্কুল ও কোচিং যাওয়ার পথে রবিন তাকে নানাভাবে উত্ত্যক্ত করতো।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী জানান, রবিবার বখাটে রবিনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5348917406908491541

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item