ডোমারে ছাগল চুরির অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
জেলার ডোমারে ছাগল চুরি করার অপরাধে শাহিনুর ইসলাম(৩৮) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছার দরগাপাড়ার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিনুর একই এলাকার মোঃ নুর ইসলামের ছেলে।
অভিযোগে জানাযায়,একই এলাকার মৃতঃ আব্দুল গনির ছেলে সামসুল হকের একটি কালো রংয়ের বড় খাসি দলায় বাধা ছিল। দলায় বাধা থাকা অবস্থায় ছাগলটির খুটি উঠে গেলে ছাগলটি শাহিনুরদের ভুট্টা ক্ষেতের দিকে যেতে থাকলে শাহিনুর খাসিটিকে  বেধে তাদের বাড়ীতে নিয়ে গিয়ে ছাগলটিকে জবাই করে। খবর পেয়ে ছাগলটির মালিক শাহিনুরদের বাড়ীতে গিয়ে শাহিনুরের বাবা নুর ইসলামকে ঘটনা জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আরো দশটা ছাগল এনে জবাই করা হবে কিছু করার থাকলে করিস। এ সময় শাহিনুর ইসলাম সামসুলকে মারধর করে বাড়ী থেকে বের কওে দেয়।এদিকে শাহিনুরের অত্যাচাওে অতিষ্ঠ হয়ে বিপুল সংখ্যক মানুষ থানায় এসে তাদেও অভিযোগ জানায়। মুক্তিযোদ্ধা প্রফুল্ল চন্দ্র রায় বলেন,সে দুর্দান্ত প্রকৃতির ছেলে। তার অত্যাচাওে এলাকায় থাকা দায় হয়ে পরেছে।একই এলাকার নকুল দাস বলেন,আমার জমি দখল করার চেষ্টা করলে আমি বাধা দিলে সে আমাকে ফেলে জবাই করার চেষ্টা করলে আমি পালিয়ে রক্ষা পাই। মনতাজূল আকবর নামে এক ব্যাক্তি জানান,সংসদ নির্বাচনে আমি নৌকার এজেন্ট ছিলাম। এজেন্ট থাকার কারনে সে আমার গায়ে হাত তুলে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।  এ রকম নানা অভিযোগ জানান এলাকার মানুষ। শাহিনুর ইসলাম ছাগল জবাই করার কথাটি স্বীকার কওে বলেন ছাগল জবাই করা আমার ভুল হয়েছে। তবে বিষয়টি মিমাংসা হয়েছিলো। ডোমার থানা অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী জানান তাকে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে প্রেরন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8950552087991532463

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item