অভিনেতা তানভীর সুমনের আত্মহত্যা

অনলাইন ডেস্ক



অভিনেতা তানভীর হাসান ওসমানী সুমন (৪২) আত্মহত্যা করেছেন। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।  তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। রাজধানী উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।     
খবর পেয়ে শুক্রবার উত্তরা থানার এসআই আব্দুর রহিম দুপুর সাড়ে ১২টায় উত্তরা (পূর্ব) ৪ নম্বর সেক্টরের ৩৫ নম্বর বাসার দ্বিতীয়তলার শোয়ার রুম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যান।

 এসআই আব্দুর রহিম বলেন, শোয়ার রুম থেকে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে ফাঁস অবস্থায় এ অভিনেতার লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
তানভীর সুমনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার থানার পশ্চিম লথিফপুর গ্রামে। তার বাবার নাম আনোয়ার উল্লাহ উসমানি। সুমন মঞ্চ টিভি, চলচ্চিত্রের অভিনেতা ও পরিচালক ছিলেন। তার ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3063605171634762321

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item