সংরক্ষিত আসনে আ. লীগের মনোনয়নপত্র বিক্রি- ফরম নিলেন একঝাঁক তারকাসহ ৬০৫ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করে দলটি। মনোনয়নপত্র বিক্রির এই প্রক্রিয়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। বিপুল উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপ্রত্যাশীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সংরক্ষিত আসনে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ৩০ হাজার টাকা। প্রথম দিনে ৬০৫টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। সে হিসাবে মনোনয়নপত্র বিক্রি করে গতকাল আওয়ামী লীগ সংগ্রহ করেছে এক কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।

গতকাল সকাল ১০টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস রহমানের হাতে দলীয় ফরম তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, অভিনেত্রী সুজাতা, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি ও শাহনুর মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা ক্রিক, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন ডলি, সহশিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেত্রী সরকার ফারহানা আক্তার সুমি, মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস রহমান, খালেদা খানম, শামীম সুলতানা, আসমা আকতার রুনা, বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা প্রমুখ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র কিনেছেন ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের জয়ের পর ধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপি।

ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘আমাদের দেশে পুরুষের পাশাপাশি এখন নারীরাও রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে। আমি মনে করি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’

যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার বলেন, ‘সংরক্ষিত আসনে কাজ করার সুযোগ কম থাকলেও নারীদের এগিয়ে নিতে এর মধ্য দিয়েই কাজ করতে হবে। নারীরা সংসদ-সংসার দুটোই সামাল দিতে পারে।’

সারাহ বেগম কবরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এবারও আমার বিশ্বাস যে তিনি আমাকে সুযোগ দেবেন।’

পুরোনো সংবাদ

নির্বাচিত 2587212400935205662

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item