রাণীশংকৈলে মোবাইল ছাড়া শিক্ষক-পরীর্ক্ষাথীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন

সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলায় সব কয়টি পরীক্ষা কেন্দ্রে পরীর্ক্ষাথীদের শতভাগই মোবাইল নিষিদ্ধ রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে দেখা যায়। ২ এপ্রিল রবিবার সকালে বাংলা ১ম পত্র পরীক্ষার মাধ্যমে সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এবারের বিশেষ র্নিদেশনা ছিল মোবাইল বাইরে রেখেই পরীক্ষায় অংশগ্রহন করা।রানীশংকৈলে মোট পরীর্ক্ষাথী –রানীশংকৈল ডিগ্রি কলেজে পরীর্ক্ষাথী সংখ্যা -৫৭৩ জন এবং অনুপস্থিত ০৫ জন, বঙ্গব›ধু কলেজ ১৭১ জন এবং অনুপস্থিত ০৩ জন,আবাদ তাকিয়া -২৮৬ জন এবং অনুপস্থিত ২০ জন, বিএম কলেজ -৩১৪ জন এবং অনুপস্থিত ০৪জন, মহিলা কলেজ -৫৮৯ জন এবং অনুপস্থিত ১০ জন। উপজেলা র্নিবাহী র্কমর্কতা খন্দকার মো: নাহিদ হাসান বলেন-সুন্দর ্র সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1590812748538903431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item