পঞ্চগড়ে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর দুর্নীতির অভিযোগ

মোঃ তোফজ্জাল হোসেন (তোতা), পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর ভাতা মঞ্জুরী নাম অন্তর্ভুক্ত উপকারভোগীদের কাছে জেলা ও উপজেলা মহিলা বিষয়টি কর্মকর্তার যোগাসাজশে মহিলা ওয়ার্ড কাউন্সিল বিপ্লবী প্রধানের অর্থের বিনিময়ে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বিভিন্ন মাধ্যম হতে তথ্যমতে জানান যায়, আলেয়া, স্বামী- মজিবর রহমান তার বাচ্চার বয়স দুই বছরের অধিক রুমি, স্বামী- তজমল, বাবলী, স্বামী-রহিমুল, পারভীন, স্বামী-জুয়েল, খাদিজা, স্বামী- আঃ রহমান একবার নাম ছিল। এবার আবার নাম অন্তর্ভুক্ত করছেন। পান্না আক্তার, স্বামী- তহিদুল পিতা পৌরসভার নাগরিক না তবুও অজ্ঞাত কারণে নাম অন্তর্ভুক্ত হয়। অন্তরা, স্বামী-সাদ্দাম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা নয় তবুও নাম অন্তভুক্ত হয়। রহিছা, স্বামী- হাফিজুল ইসলাম বাড়ী জগদল তবুও তার নাম পৌর এলাকার ৫নং ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়। রুমি, স্বামী- শাহাদৎ প্রথমবার উপকারভোগী ছিল। এবারও নাম অন্তর্ভুক্তর চেষ্ঠা চালাচ্ছে। ফাতেমা, স্বামী- মোহাম্মদ আলী তিনি পৌরসভার ৫নং ওয়ার্ড বাসিন্দা নয় তবুও নাম অন্তর্ভুক্ত হয়। জয়তুন, স্বামী- দুলাল তিনি পৌর এলাকার ৫নং ওয়ার্ড বাসিন্দা নয় তবুও তার নাম অন্তর্ভুক্ত করা হয়। রাবেয়া, স্বামী- সৈয়দ আলী তার মেয়ে বিবাহ উপযুক্ত তার নাম অন্তর্ভুক্ত করা হয়। অথচ এলাকার পাওয়ার যোগ্য ব্যক্তিদের নাম বাদপড়ায় ক্ষোপ সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে পুনঃযাচাই বাছাই পূর্বক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি নাম অন্তর্ভুক্তর আবেদন করেছেন এলাকার সাধারণ মানুষ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2591293940842008312

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item