তেঁতুলিয়ায় বিজিবি কর্তৃক ভারতীয় ৬টি চোরাই গরু উদ্ধার!

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ সীমান্ত ফাঁড়ি ডিওপি কমান্ডার নান্নুর নেতৃত্বে ঢহলরত একটি দল তিরনইহাট ইউ.পি-র হাশিমপুর এলাকা থেকে গরুগুলো উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাবান্ধা থেকে পিকআপ ভ্যানে চোরাকারবারীরা পঞ্চগড় নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গরুগুলো আটক করে। এ সময় ২নং ইউপি-র ৩নং ওয়ার্ডের সদস্য হাফিজ উদ্দিনের সহযোগিতায় আটককৃত গরুগুলো গোয়ালগছ সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসে। তবে কোন চোরাকারবারীকে আটক সম্ভব হয়নি। গরুগুলের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। আটককৃত গরুগুলো বিজিবি পঞ্চগড় কাস্টম-এ প্রেরণ করেছে। এ ব্যাপারে ডিওপি কমান্ডার নান্নু জানান, চোরাকারবারীদের আটক করার  জন্যে থানায় মামলা প্রস্তুতি চলছে। আমরা চেষ্টা করবো চোরাকারবারীদের যত তাড়াতাড়ি আটক করা যায়। অন্যদিকে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি জানান, আমি গত ৫ এপ্রিল বুধবার শালবাহান গভঃ হাট থেকে ৬টি গরু রশিদ মূলে ক্রয় করেছি। যার হাট রশিদ নং- ২৬৩৮২; ২৬৩৮৩; ২৬৩৮৫; ২৬৩৮৬; ২৬৩৮৭ ও ২৬৩৮৮। পঞ্চগড় হাটে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিজিবি মহাসড়ক থেকে গরুগুলো আটক করে। আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিজিবি কেন আটক করলো? সে জন্যে বিজিবি’র বিরুদ্ধে গরু উদ্ধারের জন্য আইনত ব্যবস্থা নিব। এতে বিজিবি গোয়ালগছ ক্যাম্পের কমান্ডার জানান, আমি গরু ধৃত করার সময় বৈধ কাগজপত্র ও গরুর মালিক পায়নি। কিন্তু গরুর মালিক জাহাঙ্গীর এক ঘন্টা পর ১নং বাংলাবান্ধা ইউপি-র চেয়ারম্যান কুদরত-ই-খোদা মিলনের মাধ্যমে ক্যাম্পে ক্রয় কৃত গরুর রশিদের ফটোকপি জমা দিয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 148970659798353969

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item