মালালা জাতিসংঘের শান্তির দূত মনোনীত

ডেস্কঃ
জাতিসংঘের নতুন শান্তির দূত বা 'মেসেঞ্জার অব পিস' নির্বাচিত হলেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত পাকিন্তানি তরুণী মালালা ইউসুফজাই। শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতিরেসই মালালাকে জাতিসংঘে শান্তি প্রচারের বার্তাবহ হিসেবে নির্বাচিত করেন। এটি জাতিসংঘ দ্বারা প্রদত্ত এক বিশাল বড় সম্মান।

মালালার মান্তির দূত হওয়ার ঘটনাকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ঘোষণা করে এবং জানান বিশ্বে নারীশিক্ষার ও নারীদের অগ্রগতির প্রচার চালাবেন ১৯ বছরের মালালা ইউসুফজাই। সোমবার আনুষ্ঠানিকভাবে মালালা জাতিসংঘ প্রদত্ত এই পদে নিযুক্ত হবেন বলেও তিনি জানান।

উত্তর-পশ্চিম পাকিস্তানে শিক্ষায় শিশুদের অধিকার নিয়ে প্রচার চালানোর সময় তালেবানদের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন মালালা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও নিজের কাজ থামাননি তিনি। শিশু ও নারীদের শিক্ষা নিয়ে লড়ে গিয়েছেন তিনি। তাই মালালাকেই শান্তি ছড়িয়ে দেওয়ার বার্তাবহ হিসেবে বেছে নিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

মালালা ছাড়াও শান্তির দূত হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, মাইকেল ডগলাস, সংগীত জগতের ড্যানিয়েল বেয়ারবোইম এবং ইয়ো-ইয়ো মা।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7843769887719355066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item