স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

ডেস্কঃস্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘নতুন এ আইনটি ১৯৯২ সালের অর্ডিনেন্স, যা বাংলায় অনুবাদ করা হয়েছে। এ ছাড়া কয়েকটি ধারায় সংশোধনী আনা হয়েছে। আগের আইন অনুযায়ী উন্নয়ন কাজের জন্য কোনো ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যেতো না। কিন্তু নতুন আইন পাস হলে, জনস্বার্থে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যাবে।  তবে উপাসনালয় স্থানান্তরের (পুনর্র্নিমাণ) শর্তে অধিগ্রহণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রস্তাবিত আইনের ৮ নম্বর ধারায় বলা হয়েছে, অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের বরাদ্দ টাকা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ ১২০ দিন সময় পাবে। এ আইনের আওতায় সরকার জমি অধিগ্রহণ করতে চাইলে জমির মালিককে বর্তমান বাজরদরের দুই গুণ এবং  বেসরকারিভাবে অধিগ্রহণ করতে হলে তিন গুণ টাকা পরিশোধ করতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জনস্বাস্থ্য উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ান রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ’ পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল। তার এ অর্জনে মন্ত্রিপরিষদ সায়মা হোসেনকে অভিনন্দন জানিয়েছে।’

পুরোনো সংবাদ

প্রধান খবর 3736515547920001375

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item