কুড়িগ্রামের উলিপুরে জমা-জমি সংক্রান্ত জেরে দুই মাস ধরে বাড়ীর রাস্তা বন্ধ

কুড়িগ্রাম থেকেঃ আশিকুর রহমান। কুড়িগ্রামের উলিপুরের রামদাস ধনিরাম সরদার পাড়ায় জমা-জমি সংক্রান্ত জেরে দুই মাস ধরে বাড়ীর রাস্তা বন্ধ।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানাযায়, রামদাস ধনিরাম সরদার পাড়ার মৃতঃ তালেব উদ্দিনের ছেলে মোঃ মকবুল হোসেন(৫৩) তার বাড়ীর নিকট কিছু জমি ক্রয় করে মাছের ঘের তৈরি করে দীর্ঘ দিন হতে ভোগ দখল করে আসছে গত ০৫-০২-১৭ ইং জমি সিমানা নির্ধারনের উদ্দেশ্য মোঃ মকবুল হোসেন জনৈক শ্রী ঝড়ুু আমিন দ্বারা মাফ যোগ করেন, জমির মাফ নির্ধারন চলাকালে পার্শবর্তী জমির মালিক মোঃ বিল্টু সরদার ও তাদের লোকজন এসে মকবুল হোসেন এর উপর অতর্কিত হামলা চালায় এসময় আহত হন  মকবুল হোসেন ও রওশনআরা বেগম।পুলিশ কে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মকবুল হোসেন ও রওশনআরা বেগম কে উদ্ধার করে।
পরে ঘটনার বিবরন দিয়ে  মকবুল হোসেন ০৬-০২-১৭ ইং তারিখে  উলিপুর থানায় একটি মামলা করা করে যাহার মামলা নং-১৩
এই ঘটনার পরে,  মোঃ বিল্টু সরদার ও তাদের লোকজন মকবুল হোসেনের বাড়ীর রাস্তা বন্ধ করে দেন।
অসহায় মোঃ মকবুল মিয়া তার বাড়ী যাতায়াতের রাস্তার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা েকরছে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 5394069578781505399

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item