উগ্রবাদীদের এ দেশের মাটিতে ঠাঁই দেয়া হবে না : সেতুমন্ত্রী

 ডেস্কঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্রবাদীদের এ দেশের মাটিতে ঠাঁই দেয়া হবে না। যদিও একটি বড় দল দেশকে অস্থিতিশিল করতে সাম্প্রদায়িক উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা করছে। উগ্রবাদী শক্তিকে মোকাবিলা করেই আমরা সামনে এগিয়ে যাব।

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। আগামী জুন মাসের মধ্যেই ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থীর পরাজয়ের পেছনে স্থানীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধকেই দায়ী করেছেন দলের তিনি ওবায়দুল কাদের বলেন, কুমিল্লার নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হলেও সরকার জিতেছে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য এটি একটি সতর্ক বার্তা। বিএনপি এ নিয়ে কোনো সুযোগ পাবে না।সেতুমন্ত্রী বলেন, সম্প্রতি ২-৩টি উপজেলা নির্বাচনেও আমাদের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ তারা (বিএনপি) নিয়েছে। একইভাবে কুমিল্লাতেও নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে এ ধরনের সুযোগ কাজে লাগাবার সুযোগ আমরা দিব না।তিনি বলেন, কুমিল্লায় আমরা শোচনীয়ভাবে হারিনি। আমরা নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু করেছি। নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। এটা আমাদের মূল টার্গেট ছিল।  সেখানে আমরা বিজয়ী হয়েছি। সরকার সহযোগিতা দিলে সিইসি স্বাধীন ভূমিকা পালন করতে পারে এ প্রমাণ নারায়ণগঞ্জের মতো কুমিল্লায়ও হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার নিলা, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ (পিপিএম), ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম প্রমুখ।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5691758902269566380

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item