জলঢাকায় এইচএসসি পরীক্ষার উদ্বোধন করলেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ২০১৭ সালের এইচ এসসি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দিনাজপুর শিক্ষাবোর্ড বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।  রোববার সকালে জলঢাকা কলেজে প্রিন্ট ও ইলেকক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপস্হিতিতে  এর উদ্বোধন করেন তিনি। এসময় উপস্হিত ছিলেন জলঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক, অধ্যাপক আজিজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম প্রমুখ। এরপর বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন  অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত ও পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক একরামুল কে সাথে নিয়ে রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে জলঢাকা কলেজে পরীক্ষার উদ্বোধন কালে বোর্ড চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্র ফাস রোধে শিক্ষা মন্ত্রনালয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই কাজে যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি আরো বলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কে বাংলাদেশের মধ্যে মডেল বোর্ডে পরিনত করা হয়েছে। এছাড়াও গত বছরের চেয়ে দিনাজপুর বোর্ডে এবারের পরীক্ষায় ২ হাজার পরীক্ষার্থী বেশি অংশগ্রহণ করছে। অন্যদিকে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কারিগরি কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন । এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান ও বিএমআই কলেজের অধ্যক্ষ আবেদ আলী।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3851870624832945486

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item