ডোমারে দাতা সদস্য না হওয়ায় অবরুদ্ধ বিদ্যালয়

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমারে  ত্রিপদি জলদানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  কমিটির সদস্য না হওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়কে অবরুদ্ধ করে রেখেছে দাতা সদস্যরা। আজ রবিবার সকাল ১০ টা থেকে অবরুদ্ধ করায় বিপাকে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা ।
এলাকাবাসী ও অভিযোগ সুত্রে  জানায়,উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়নের মৌজা পাংগার ত্রিপদি জলদানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্টাকালিন সময়ে ১৬ শতক জমি দান করেন মৃত সহির উদ্দিন ।যে জমিতে বিদ্যালয়ের ভবন নির্মিত হয়েছে ।একই সময়ে একই এলাকার বিদ্যালয়ের পাশ্ববর্তী  এলাকায় জাফর উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম তাদের পারিবারিক কবরস্থান ও সড়ক বিদ্যালয়ের নামে দান করে নিজ ভোগ দখলে রাখে অভিযোগ করে এলাকাবাসী।পরবর্তীতে সহির উদ্দিনের  পুত্র জালাল উদ্দিন,ফজলুল হক,নজরুল ইসলাম বিদ্যালয়ের মাঠ ও সম্মুখ  চলাচলের রাস্তার জন্য  আরো ১৭ শতক জমি বিদ্যালয়ে দান করে যা রেজিষ্ট্রির অপেক্ষায় আছে ।বিদ্যালয়ের প্রকৃত  দাতার ওয়ারিশ ও প্রকৃত দাতাদের নাম বাদ দিয়ে দাতা সদস্য নির্বাচন করে কমিটি গঠন করায়  সহির উদ্দিনের  পুত্র জালাল উদ্দিন (৪৫),ফজলুল হক(৪০),নজরুল ইসলাম (৩৫)বিদ্যালয়ের মাঠ (যা রেজিষ্ট্রির অপেক্ষায় আছে )ও সম্মুখ  চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ।এতে শিক্ষার্থীদের স্বাভাবিক প্রবেশ,চলাচল,লেখাপড়া  ব্যাহত হচ্ছে বলে জানায় অভিভাবকরা।
এ ব্যাপারে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান,আমি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি ।তারা ব্যবস্থা নেবেন ।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান মন্ডল জানান, প্রতিষ্টানের ব্যবহারিত জমি তারা দখল করে রাস্তা বন্ধ করতে পারে না ।একাধিক দাতা হলে সমঝোতার মাধ্যমে পর্যায়ক্রমে হবে ।জীবিত দাতাকে এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে ।তারাও হতে পারে পরে ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4183952903556228718

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item