অযত্নে ও অবহেলায় ডিমলার বুড়ির থানের বুড়ি মন্দির

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃঅযত্নে ও অবহেলায় পড়ে আছে নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের প্রাচীনতম বুড়ির থানের বুড়ি মন্দিরটি ।অথচ এই মন্দিরকে ঘিরেই হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা আর্চনা করতেন। বুড়ি থানের পাশে সৃষ্টি গাছের নিচে বৈশাখ মাসের প্রথম তিথিতে বুড়ি পূজাটি অনুষ্ঠিত হতো।১২০ বছরের বেশি সময়ধরে চলে আসছিল এই বুড়ির থানের বুড়ি পূজা। মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৈলেশ চন্দ্র রায় ও সাধারন সম্পাদক ত্রৈলক্ষ্য চন্দ্র রায়, সাধারন সদস্য কাচুরাম, জগদিস চন্দ্র রায়, মহেশ চন্দ্র রায় প্রমূখ বলেন প্রায় এ পূজার মাধ্যমে মানুষের মনস কামনা সংসার জীবনে মঙ্গল, দেশ ও জাতির কল্যাণার্থের জন্য প্রার্থনা করা হতো। পূণ্যার্থীরা প্রার্থনা ও মানস দ্রব্যাদি ফল, কলা, দুধ বিভিন্ন পূজা সামগ্রী নিবেদন করত। এ বুড়ি পূজাটি চার দিকে থাকত সাজ সাজ রব, পুরো এলাকা জুড়ে থাকত উৎসবের আমেজ।বর্তমানে শুধু কালের স্বাক্ষী হয়ে আছে ভগ্ন মন্দিরটি।

এখন সেখানে গিয়ে দেখা যায়, মন্দিরের চার  পাশে ময়লা আবর্জনা ও প্রাচীর ধসে পরেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা মন্দিরটি আমলে নিলে হয়তো এ মন্দিরটি পূর্ণজীবিত হতে পারে।

পুরোনো সংবাদ

নীলফামারী 24493565514359737

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item