প্রান চাঞ্চল্যে মুখরিত চিলাহাটী ও ডোমার রেলষ্টেশন।ছেড়ে গেছে রূপসা ও সীমান্ত।

নিজস্ব প্রতিনিধিঃ

আজ সোমবার খুলনার উদ্যেশ্যে ছেড়ে গিয়েছে রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন দুটি।সকাল ৮টায় ৭২৭ রূপসা এক্সপ্রেস এবং সন্ধা ৬ টা ৪৫ মিনিটে ৭৪৭ সীমান্ত এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।এ নিয়ে ছয়টি ট্রেন চিলাহাটী ষ্টেশন থেকে চালু হলো।
ট্রেনগুলো হলো-রকেট এক্সপ্রেস,রূপসা,সীমান্ত,বরেন্দ্র,নীলসাগর,তিতুমির।যেন প্রাপ্তির ষোলকলা পূর্ন।সেই সাথে আবারও প্রান চাঞ্চল্যে মুখরিত হলো চিলাহাটী ও ডোমার রেল ষ্টেশন। জানা যায়,একসময় সীমান্ত,উত্তরা সহ বেশ কয়েকটি ট্রেন চিলাহাটী পর্যন্ত চালু ছিল।তখন ডোমার ও চিলাহাটী ষ্টেশন যাত্রীদের ভীড়ে মুখরিত ছিল।এলাকার ব্যবসায়ী ও শিক্ষার্থীরা গন্তব্যের বাহন হিসেবে ট্রেনকেই বেছে নিতেন।এক সময় ট্রেনের সংখ্যার সাথে সাথে কমতে থাকে যাত্রীর ভীড়।রেলবান্ধব আওয়ামীলীগ সরকার চিলাহাটী পর্যন্ত আন্তনগর ট্রেন চলাচলের জন্য ২০১১ সালে ১৬০ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর-চিলাহাটি রেলসড়ক মেরামতের প্রকল্প হাতে নেয়। চিলাহাটি থেকে আন্তঃনগর সব ট্রেন ছেড়ে যাওয়ার জন্য চিলাহাটিতে ওয়াস ফিট স্থাপন, লাইন সম্প্রসারণ ও অবকাঠামো তৈরিসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ৬২ কিলোমিটার রেলপথ ও চিলাহাটি, মির্জাগঞ্জ, ডোমার, তরুনীবাড়ী, নীলফামারী, নীলফামারী কলেজ, দারোয়ানি ও সৈয়দপুর স্টেশন নতুনভাবে নির্মাণ ও সংস্কার করা হয়।২০১৫ সালের ১৭ জানুয়ারী রেলমন্ত্রী মজিবুল হক বহুল প্রত্যাশিত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটী পর্যন্ত চালু করেন।এ বছরের ২৪ জানুয়ারী নতুন রূপে যাত্রা শুরু করে নীলসাগর। নতুন আমদানি করা ইন্দোনেশিয়ান লাল সবুজ এমজি কোচ দিয়ে নতুন বগি, নতুন ইঞ্জিন নিয়ে চালু হয় নীলসাগর এক্সপ্রেস।এ বছর ১ মার্চ চালু হয় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস।সর্বশেষ  চালু হলো খুলনাগামী রূপসা সীমান্ত।

পুরোনো সংবাদ

নীলফামারী 1982324075464024014

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item