শ্রীলঙ্কার কাছে টাইগারদের বড় পরাজয়

আবারও ব্যর্থ ব্যাটসম্যানরা। গল টেস্টে শ্রীলংকার বোলাররা আহামরি বল না করলেও উইকেট উপহার দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর ব্যাটসম্যানদের ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ২৫৯ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। আর প্রথম টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে লিড নিল শ্রীলঙ্কা।

আগের দিন শেষ বিকেলে টাইগারদের ব্যাটিংয়ে নামায় শ্রীলঙ্কা। তামিম-সৌম্য দারুণ ব্যাট চালিয়ে টাইগারদের স্বপ্ন দেখাচ্ছিল ভালো কিছু করার। তবে, শেষ দিন দুই সেশনও খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীদের ইনিংস থামে ১৯৭ রানের মাথায়।

শেষ পর্যন্ত ৬০.২ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১৯৭ রান করে বাংলাদেশ। শেষ উইকেট হিসেবে আউট হন মেহেদি হাসান মিরাজ (২৮) ।

পঞ্চম দিনের শুরুতে প্রথম ওভারেই আসেলা গুনারতেœর বলে সরাসরি বোল্ড হন সৌম্য সরকার।

আগের দিনের ৫৩ রানের সঙ্গে এদিন আর কোনো রান যোগ করতে পারেননি এ বাঁহাতি ওপেনার। সৌম্যর বিদায়ের তিন ওভার পরই এলবির ফাঁদে পড়েন মুমিনুল হক। দিলরুয়ান পেরেরার বলে ব্যক্তিগত পাঁচ রান করে আউট হন তিনি।

টিকতে পারেননি তামিম ইকবালও। যেন শুরুতেই উইকেট বিলিয়ে আসার মিছিলে যোগ দেন। পেরেরার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। গুনারতেœকে ক্যাচ দেওয়ার আগে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে। সাকিব আল হাসান (৮) ও মাহমুদউল্লাহ রিয়াদও (০) উইকেটের মিছিলে যোগ দেন। রঙ্গনা হেরাথের একই ওভারে বিদায় নেন তারা।

এরপর দারুণ প্রতিরোধ গড়ে ম্যাচ বাঁচানোর আশা জাগান অধিনায়ক মুশফিক এবং উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

দুজনে মিলে ৫৪ রানের জুটি গড়েন। কিন্তু লাঞ্চের পরই পাল্টে যায় পরিস্থিতি। সান্দাকানের বলে ডিকাভিলার গ্লাভসে ধরা পড়েন ৯৮ বলে ৩৪ রান করা মুশফিক।

এর কিছু পরে হেরাথের তৃতীয় শিকার হন ৬২ বলে ৩৫ রান করা লিটন দাস। এভাবেই অপমৃত্যু ঘটে আরেকটি টেস্ট বাঁচানোর স্বপ্নের।

এরপরপর ব্যক্তিগত পাঁচ রানে হেরাথের চতুর্থ শিকারে পরিণত হন তাসকিন আহমেদ। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে মোস্তাফিজকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট শিকার করেন হেরাথ।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী ১৫ তারিখ কলম্বোয় শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৯৪/১০ (১২৯.১ ওভার)
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১২/১০ (৯৭.২ ওভার)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৭৪/৬ (ডিক্লে. ৬৯ ওভার)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৯৭/১০ ( ৬০.২ ওভার)

পুরোনো সংবাদ

খেলাধুলা 9106206286855380602

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item