সৈয়দপুরে চুরির অভিযোগে বিএনপি সভাপতির ছেলে সহ তিনজন গ্রেফতার

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯ মার্চ॥
ভাড়াটিয়ার ২২ ভরি সোনার গহনা ও লক্ষাধিক টাকা চুরির অভিযোগে সৈয়দপুর বিএনপির সভাপতির ছেলে আসাদ (৪০) ও দুই মিস্ত্রী রাজ্জাক (৪০) ও লতিফ (২২) সহ তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ মার্চ) রাতে নীলফামারী সৈয়দপুর শহরের টালি মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত হতে পুলিশ তিনদিনের রিমান্ড নিয়েছে বলে জানা গেছে।

সূত্র মতে, নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুরে রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের বাসায় দীর্ঘ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন গোলাম রব্বানী পরিবার। ভাড়াটিয়া গোলাম রব্বানী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। গত মঙ্গলবার (৭ মার্চ) রাতে রব্বানীর অনুপস্থিতিতে তাদের (ভাড়াটিয়ার) রুমের দরজা মেরামতের জন্য মিস্ত্রি রাজ্জাক ও লতিফকে নিয়ে বাসার মালিকের ছেলে আসাদ সারারাত কাজ করেন। পরদিন বুধবার সকালে ভাড়াটিয়ার পতœী শিউলী বেগম ওই রুমে গিয়ে দেখতে পান তাদের ২২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১লাখ ৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। তিনি বিষয়টি স্থানীয় থানায় অবহিত করেন এবং নিজে বাদী হয়ে বাসা মালিকের ছেলে ও মিস্ত্রিদের আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2013196204180381157

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item