সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন - আমজাদ হোসেন সভাপতি,আমিনুল হক সাধারণ সম্পাদক

 তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুর শহরের বনেদী সাংস্কৃতিক সংগঠন শিল্প সাহিত্য সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত সংসদের কার্যকরী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ অবশিষ্ট ১২ টি পদে ভোটগ্রহন করা হয়। ১৮টি সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতিসহ অবশিষ্ট ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 এ  নির্বাচনে সভাপতি পদে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) , সহ-সভাপতি  মো. আজমল সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, সমাজ সাহিত্য সম্পাদক শাহ্ হামিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নাট্য সম্পাদক মীর সরওয়ার আলী মুকুল, সঙ্গীত সম্পাদক সাংবাদিক সাকির হোসেন বাদল, পাঠাগার সম্পাদক গোলাম মোস্তফা মহব্বত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) , ক্রীড়া সম্পাদক মো. মারুফ শেখ, দপ্তর সম্পাদক মো. মমিনুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বদিয়ার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক আকমল সরকার রাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মহিলা সম্পাদিকা সাহানা বানু নীরা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির ৫টি কার্যকরী  সদস্য পদে আলহাজ্ব মো. বখতীয়ার কবির, আখতারুল ইসলাম মৃধা, মো. নকিবুল ইসলাম, আখতার হোসেন খান, আব্দুল খালেক নির্বাচিত হন।।
 ওই নির্বাচনের সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সংসদের অস্থায়ী কার্যালয়ে বেলা ৩ টা থেকে সন্ধায় ৭ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়।
আমজাদ-আমিনুল  এবং শাহজাহান সরকার - ওবায়দুল এই দুইটি প্যানেলে  মোট ২৭ জন প্রার্র্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 নির্বাচনে সংসদের ১১৪ জন সদস্য ভোটারের মধ্যে ১১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আর সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল হিমু নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, সৈয়দপুরের মিনি পালামেন্ট হিসাবে খ্যাত ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিল্প সাহিত্য সংসদ।  বিগত ১৯১১ সালের প্রতিষ্ঠিত হয় এটি। এর সদস্য সংখ্যা হচ্ছেন মোট ১২০জন। এদের মধ্যে পুরুষ সদস্য ১১০ জন এবং নারী সদস্য ১০ জন।  আর শহরের রাজনীতিবিদ, সংস্কৃতিমনা ও নেতৃস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ হচ্ছেন এর সদস্য-সদস্যা।  সংসদের কয়েকজন সদস্যের মৃত্যুজনিত কারণে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১৪জন। শহরের শেরে বাংলা সড়কে (সিনেমা রোড) শিল্প সাহিত্য সংসদের দ্বিতল নিজস্ব ভবন ও অডিটোরিয়াম ভেঙ্গে নিজম্ব অর্থায়নে বর্তমানে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক ভবন ও মিলনায়তন নির্মানের কাজ দ্রুতগতিতে চলছে। চলতি বছরের মধ্যে চার তলা বিশিষ্ট ভবনের  দ্বিতীয় তলার শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8635392202741950610

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item