রসিকের সব ওর্য়াডের উন্নয়ন হয়! মন্থনা পুকুরপাড়ের মানুষ গুলোর পরিবর্তন হয়না

এস.কে.মামুন

ওয়ালেদ লন্ড্রী হয়ে মোল্লা বাড়ী পর্যন্ত রাস্তাটা শুধুপাকা মন্থনা পুকুরপাড় থেকে বাংলাদেশ লন্ড্রী পযর্ন্ত একটি ড্রেন ও রাস্তা প্রয়োজন। মন্থনা পুকুরপাড় পরিবার গুলোর পানি নিস্কাশন কোন ব্যবস্থা না থাকায় নিজেদের বাসায় একটু জায়গায় খুড়ে পানি নিস্কাশন করছে। এতে করে মশা মাছি নানা রোগবালাই ছড়িয়ে পড়ছে, এই গলি দিয়ে অনেক পথচারী সাইকেল মোটরসাইকেল চলাচল করে থাকে। একটি ড্রেন ও রাস্তা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবার গুলো শুধু নির্বাচন এলে প্রতিশ্রুতি আর মাপ যোগ হয়, অবহেলিত এই পরিবার হতাশা ক্ষোভ চরমে। সিটি কর্পোরেশনের সব ওর্য়াডের উন্নয়ন হয়, কিন্তু মন্থনা পুকুরপাড়ের মানুষ গুলোর পরিবর্তন হয়না, বর্ষা এলে পানি জমে যায় গলিতে নিজেদের টাকায় দিয়ে রাবিস ফেলতে হয় এলাকাবাসীকে। প্রতিবেদকের সাথে কথা হয় কাউন্সিলর হাফিজ আহমেদ ছুটু তিনি বলেন মেয়র সাহের সাথে কথা বলে টেন্ডার দিবো এর মধ্যে হয়ে যাবে এভাবে তিন মাস হয়ে গেল টেন্ডার হয়না, কথা হয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাছনা বানু সাথে তিনি বলেন মেয়র সাহেব সাথে কথা বলে জানাবেন দু’মাস হয়ে গেল। এই মুহুতে জি.এল.রায় রোডের ড্রেনের কাজ চলছে তাই এলাকাবাসী আশা করে রংপুর সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী), কাউন্সিলর হাফিজ আহমেদ ছুটু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাছনা বানু, সুদৃষ্টি  দেবেন বলে আশা করে অবহেলিত পরিবার গুলো।
   

পুরোনো সংবাদ

রংপুর 303229949927017046

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item