কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ৫ পরিবারের ৬ ঘর পুড়ে ছাই

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাগলাটারী গ্রামে অগ্নিকান্ডে ৫ পরিবারের ৬ টি ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল সম্পুন্ন পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার বিকালে ওই গ্রামের  জাহেদুল ইসলামের থাকার ঘর থেকে বিদ্যৎুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রত চারিদিকে ছড়িয়ে পরে।খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।বাহাগিলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ডাবলু মিয়া জানান, গতকাল বিকালে জাহেদুল ইসলামের থাকার ঘরে  বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুত্বের মধ্যেই জাহেদুলের ১ টি টিনের ঘর আজানুর ইসলামের ১ টি থাকার ঘর, এজাবুল হকের ১ টি থাকার ঘর, একরামুল হকের ১ টি থাকার ঘর ১ টি রান্না ঘর, ও আবুল কালামের ১ টি ঘড় ও ঘরে রক্ষিত মালামাল ও আসবাবপত্র পড়ে ছাই হয়ে যায়। এসময় জাহেদুল ও আজানুরের ঘরে রাখা ৪০ মণ ধান ও নগদ ১০ হাজার টাকা পুড়ে যায়। এত ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ২ পরিবারের ৩ টি ঘর ঘরে রক্ষিত ধান ও বে-সরকারীভাবে এনজিও থেকে নেওয়া লোনের ১০ হাজার টাকা পুড়ে গেছে।এদিকে মঙ্গলবার  সন্ধ্যায়  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারীভাবে নগদ ২ হাজার করে টাকা ২৫ কেজি করে চাল ও তিনটি করে কম্বল বিতরন করেছেন বলে জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 6737108426609291831

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item