নীলফামারী কাউন্টার টেরোরিজমের অভিযানে জেএমবি খালেক গ্রেফতার

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩০ মার্চ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার বর্তমানে বগুড়া কারাগারে বন্দী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহচর জেএমবি সদস্য আব্দুল খালেক (৪৩) গ্রেফতার হয়েছে।

নীলফামারী পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা শহরের করতোয়া ব্রীজের পশ্চিমে ফেন্ডস হিমাগার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। আব্দুল খালেক উক্ত দেবীগঞ্জের খুটামারা সর্দারহাট গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের ডিবি পুলিশ কক্ষে মিডিয়া ব্রিফ্রিং এ কথা জানান নীলফামারী পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি শাহজাহান পাশা, সদর থানার ওসি বাবুল আকতার।

মিডিয়া ব্রিফ্রিং বলা হয় গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গতকাল বুধবার (২৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে উক্ত জিএমবির সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ২০১৬ সালের ১৪ জুন রাতে নাশকতা ও সন্ত্রাসী হামলার একটি ঘটনার দায়ের করা মামলার (মামলা নম্বর ১২) এর তদন্তাধীন পলাতক আসামী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক পুলিশকে জানায় দেবীগঞ্জের মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর সহ বিভিন্ন হত্যাকান্ডে সহযোগীতায় জড়িত ছিল। এ ছাড়া খালেক নিজেকে জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার বর্তমানে কারাগারে বন্দী রাজীব গান্ধীর একান্ত সহচর  বলেও জানিয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8608355128936719004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item