জলঢাকায় অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় শনিবার দুপুরে দক্ষিন চেরেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোষাক বিতরন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক ও আলহেরা এডুকেয়ার হোম কেজি ও মাধ্যমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্দিকুর রহমান ও সহকারী শিক্ষকদের উদ্দ্যোগে ১৭৬জন ছাত্রছাত্রীর মাঝে এই স্কুল পোষাক বিতরন করেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। দক্ষিন চেরেঙ্গা সপ্রাবির আয়োজনে স্কুল প্রাঙ্গণের অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বজলুর রশীদ।  এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, উপজেলা প্রকৌশলী হারুন - অর- রশীদ, উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান। আরো উপস্হিত ছিলেন  আলহেরা এডুকেয়ার হোম মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, স্কুলের শিক্ষক কালু রাম রায়, হিমা সরকার, যশোদা জীবন, মুনসেফা মুশতারী, ফুলবানু ও অভিভাবক নির্মলেন্দু রায় প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষিকা লক্ষী রানী রায়। ব্যাক্তিগত উদ্দ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে স্কুল পোষাক বিতরন সম্পর্কে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, সকল শিক্ষার্থী একসাথে একই স্কুল পোষাক পড়ে যেন স্কুলে আসতে পারে সেইজন্য আমাদের এই প্রয়াস। তিনি আরো বলেন আমরা কোমলমতি শিক্ষার্থীদের শতভাগ দিবো কিন্তু অভিভাবককেও তাদের সন্তানদের শতভাগ স্কুলে পাঠাতে হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1306925006542164246

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item