ডোমারে শাওন বীজ উৎপাদন কেন্দ্রে বাম্পার আলুর ফলন।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে শাওন বীজ উৎপাদন কেন্দ্রে বাম্পার আলুর ফলন হয়েছে।শাওন হিমাগারের এমডি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান,১০বছর পূর্বে সামান্য কিছু জমি নিয়ে এ প্রকল্পের কাজ শুরু করে ভালই মুনাফা অর্জন করেন তিনি। সেই থেকে এ প্রকল্পের উপর আগ্রহ বেড়ে যায়। চলতি অর্থ বছরে চিকনমাটি, ছোটরাউতা, কাজীর হাট এলাকায় নিজের খরিদকৃত জমি সহ অন্যের জমি লিজ নিয়ে ১শত ১০একর জমিতে আলু চাষ করেন। এদের মধ্যে ডায়মন্ড, কার্টিনাল, স্ট্যাটিজ, গ্রেনুলা সহ বিভিন্ন জাতের বীজ উৎপাদন ও সংরক্ষন করছেন তিনি  এবং সেখানে প্রতিদিন ২ শতাধিক শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। উত্তোলনের কাজ শেষ হয়েছে, এখন চলছে যাছাই ও বাছাইয়ের কাজ। প্রতি একরে ১শত থেকে ১শত ১০বস্তা করে আলু উৎপাদন হয়েছে বলে জানান খামারের শ্রমিক লিডার শামছুল হক চেরু। কেন্দ্রের কৃষিবীদ সুবাস চট্টোপাধ্যায় বলেন, ইদুরের অত্যাচারে ফসলের কিছুটা ক্ষতি সাধন হলেও গত বছরের চেয়ে এবার অধিক আলু উৎপাদন করা সম্ভব হয়েছে। সকল আলু সংরক্ষন করে আগামীতে বীজতলা হিসাবে বিক্রি সহ রোপনের কাজে ব্যবহার করা হবে মাঠে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3166309906216538970

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item