দিনাজপুরে জুয়াড়িদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-
দিনাজপুরে জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি সহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (০৬ই মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার নবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের করোতয়া নদীর তীরে এই ঘটনা ঘটে।

জুয়াড়িদের হামলায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহফুজ উজ্জামান আশরাফ ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

দিনাজপুর পুলিশের বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর জানান, জুয়াড় খেলার আসর লক্ষ্য করে অভিযান চলাকালে জুয়াড়িদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপর জুয়াড়িরা গ্রামের লোকজনের সাথে নিয়ে পুলিশের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এতে এএসপি মাহফুজ উজ্জামান আশরাফ, দিনাজপুর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়।

রাতেই আহত পুলিশ সদস্যদের মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে তার মাথায় সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান করার পর আবার তাকে সহ বাকিদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ইসমাইল হোসেনের মুঠোফোনে জানান, যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি নবাবগঞ্জ থানায় নয়, পাশ্ববর্তী রংপুরের পীরগঞ্জ থানার মধ্যে পড়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8744786830438200128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item