ফুলবাড়ী সীমান্তে বি জি বি বনাম বি এস এফ প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত ॥


মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯বি জি বি ও ভারতের ২৮ বি এস এফ এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বি জি বির আয়োজনে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বি জি বি ও বি এস এফ এর মধ্যে পারস্পারিক আস্তা ও বিস্বাস সুদৃঢ় করার লক্ষে গতকাল শনিবার বিকেল ৪টায় ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার নং ৩০২ এর ৩০২ এর অর্নেস সংলগ্ন জলপাইতলী বিওপির কালীর মন্দির মাঠে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ২৯বি জি বি ও ভারতের ২৮ বি এস এফ এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরুর প্রথমে ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন উড়িয়ে প্রীতি ভলিবল প্রতিযোগিতা খেলার শুভ উদ্ভোধন করেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন ও ২৯ বি জি বি‘র অধিনায়ক লেঃ কর্নেল মো. কোরবান আলী।
খেলায় ভারতের ২৮ বি এস এফ ব্যাটালিয়নের খেলোয়ারেরা বিজয়ী হন।খেলা শেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরুষ্কার তুলেদেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন ও ২৯ বি জি বি‘র অধিনায়ক লেঃ কর্নেল মো. কোরবান আলী।
উক্ত অনুষ্ঠানে দুই দেশের খেলোয়ারদের মধ্যে নেতৃত্ব দেন ২৯ বি জি বি‘র লেঃ কর্নেল মো. কোরবান আলী ও ভারতের ২৮ বি এস এফ এর প্রতিনিধি দলের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট এস কে মিশরা।
এ সময় উপস্থিত ছিলেন ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. ইমতিয়াজ চৌধুরী, ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ, পি এস সি,দিনাজপুর বি জি বি‘র জি এস ও টু মেজর এ এস এম রবিউল হাসান,২৯ ব্যাটালিয়নের কোয়াটার মাষ্টার সহকারী পরিচালক ছাইদুর রহমান।
অপর দিকে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর ৪১ বি এস এফ এর ব্যাটালিয়ন কমান্ড্যান্ট কে কে মজুমদার,২৮ বি এস এফ এর স্টাফ অফিসার রমেশ সিংহ,টু আই সি এইচ এস ইয়াদব ।
খেলায় র‌্যাফারী হিসাবে দায়িত্ব পালন করেন জে সি ও নায়েক সুবেদার মো. সায়েব আলী ও তার সহযোগিরা।
পুরুষ্কার বিতরন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উভয় দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি সান্ত ও সান্তিপুর্ন পরিবেশ বজায় থাকবে বলে দুই দেশের সীমান্ত রক্ষীরা এই আশাবাদ ব্যাক্ত করেন। খেলায় তিন হাজার মহিলা ও পুরুষ দর্শক দেখা গেছে। সেখানে ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 267132649776160768

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item