নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১ অক্টোবর॥
নীলফামারীতে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছেন জেলা প্রবীণ হিতৈষী সংঘ। আজ শনিবার সকালে কর্মসুচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের  সৈয়দপুর সড়কে অবস্থিত প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা কার্যালয়ে আলোচনাসভায় মিলিত হয়।

প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক আযিয উল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম  এরশাদ আহসান হাবিব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য এন কে আলম চৌধুরী, সিভিল সার্জন আব্দুর রশীদ, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি এসএম সফিকুল আলম, সংঘের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রমুখ। পরে সেখানে প্রবীন হিতৈষী সংঘের জ্যেষ্ঠ সদস্য প্রবীণ শিক্ষক আলহাজ শফিকুল হককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে একটি চাঁদর, একখানা জায়নামাজ ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

পুরোনো সংবাদ

নীলফামারী 7686447100103081433

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item