সৈয়দপুরের প্রবীন ফটোগ্রাফার আজগার আলীর ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে প্রবীন ফটোগ্রাফার ও শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের লাভলী ষ্টুডিও’র স্বত্ত্বাধিকারী আজগার আলী আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল (শনিবার) দুপুরে শহরের নতুন বাবুপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৭৪ বছর। তিনি দুই মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাকাঙ্খীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ জোহর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজের জানাজায় ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিক,সুধীজনসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমের লাশ সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ  মো. আমজাদ হোসেন সরকার, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন  মো. রেয়াজুল আলম রাজু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল,প্রদর্শক মো. নুরন্নবী দুখু,সংবাদপত্র ব্যবসায়ী আলহাজ্ব  মো. খালিদ নিয়াজী নান্না ও আলহাজ্ব  মো. মজিদুল ইসলাম মন্ডল,খুশবু ভিডিও’র স্বত্তাধিকারী এস কে আলমসহ সৈয়দপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত,মরহুম আজগার আলী দৈনিক করতোয়া পত্রিকার সৈয়দপুর উপজেলা ফটোগ্রাফার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6948392710824880254

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item