পীরগঞ্জে ৮৫টি মন্ডবে ৫২০জন আনসার দায়িত্ব পালন করবেন

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ,রংপুর:

রংপুর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পুজা উদ্যাপন কমিটি সভাপতি এডভোকেট সন্তোষ কুমারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদ্যাপন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র উপজেলার ৮৫টি মন্ডবে পুজার সময় সরকারি খাদ্য সহায়তা ও আইন শৃঙ্খলা সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্ত ছাড়াও পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্তিত ছিলেন। উপজেলার পুজা মন্ডব নিরাপত্তার জন্য ৫২০ জন আনসার-ভিডিপি, গ্রামপুলিশ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট পুজা মন্ডবের স্বেচ্ছাসেবক গণ নিরলস ভাবে দায়িত্ব পালন করবেন। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বলেন থানার প্রতিটি অফিসার কে ৭/৮টি করে মন্ডবের দায়িত্ব দিয়ে সার্বিক্ষণিক টহলের ব্যবস্থা করা হবে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র আবু ছালেহ্ মো: তাজিমুল ইসলাম শামীম, অফিসার ইনচার্জ রেজাউল করিম। বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, পুজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কুমার বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মহিউল আলম ছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মন্ডবের দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সম্পাদকগণ।

পুরোনো সংবাদ

রংপুর 3081177057675816374

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item