রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধন

মামুনুর রশিদ মেরাজুল রংপুর ব্যুারো :

রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও সমাবেশে জঙ্গিদের রুখে দিতে শপথ নিয়েছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ শাহীনুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোরশেদ উল আলম রনিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় তারা নিজ নিজ বিভাগের ব্যানার ও ফেস্টুন ধারণ করেন।
সমাবেশে উপাচার্য বলেন, বিভিন্ন নাম ও পরিচয়ে জামায়াত-শিবিরই দেশে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ড চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী এই দলটি জরুরী ভিত্তিতে নিষিদ্ধ করা প্রয়োজন। সামাজিকভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কারনে সন্ত্রাসী কর্মকান্ড তৎপরতা পিছু হঠতে শুরু করেছে। তবে এই থেকে যেন আমরা আত্মতুষ্টিতে না ভূগী। সব সময়েই চোখ-কান খোলা রেখে সমাজে আমাদের আশে-পাশের সন্দেহজনক কর্মকান্ড প্রশাসনকে অবহিত করতে হবে। জঙ্গি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অব্যহত রাখতে হবে। ঈদ পরবর্তী অভিভাবক সমাবেশের ঘোষণা দেন তিনি। নেতৃত্ব দেওয়ার মতো রোল মডেল হিসেবে নিজেকে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3484756087621432933

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item