চার মাস পর জলঢাকার ধর্মপাল ইউনিয়নের ইউপি সদস্যদের শপথ গ্রহন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বুধবার বিকালে চারমাস পর ধর্মপাল ইউনিয়নের ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান। নির্বাচন অফিস সুত্রে জানা যায় ২৮ মে উপজেলার ১১ টি ইউনিয়নে একযোগে ৫ম ধাপে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আঃলীগের বিদ্রোহী প্রার্থী জামিনুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতিক নির্বাচন করে। এ নির্বাচনে ৪৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেন ৪৩০১ ভোট পেয়ে পরাজিত হন। ১০১ ভোটে পরাজিত প্রার্থী মোশারফ হোসেন একটি কেন্দ্রের ফলাফল বর্জন করে নির্বাচন কমিশনার বরাবরে অভিযোগ দাখিল করেন। নির্বাচন কমিশনার অভিযোগটি আমলে নিয়ে কয়েকদফা তদন্ত শেষে গত শনিবার জামিনুর রহমানকে চেয়ারম্যান করে গেজেট প্রকাশ করেন। এ বিষয়ে চেয়ারম্যান জামিনুর রহমান বলেন আমার বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য পায়তারা করেছিল। আল্লাহর রহমতে সত্যের বিজয় হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী বলেন ধর্মপাল ইউনিয়ন নির্বাচনে অভিযোগ থাকায় গেজেট প্রকাশে বিলম্ব হয়েছে। অন্যদিকে বুধবার সকালে চেয়ারম্যান জামিনুরকে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নীলফামারী এ,জে,এম এরশাদ আহসান হাবীব। এদিকে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে শপথ বাক্য পাঠ অনুুষ্ঠানে উপস্হিত ছিলেন নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী, চেয়ারম্যান জামিনুর রহমান, ইউপি সদস্য আশরাফুল আলম, নেছার উদ্দিন, সাহিদ আলী, সুকুমার রায়, আনছার আলী, গোলাম রব্বানী, তুষার, ইউনুছ আলী প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 7726945500692433392

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item