সবুজ সংকেত মেলেনি -বিলুপ্ত ছিটমহলবাসীর ভারত যাওয়া পেছাল

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৯নবেম্বর॥
ভারতের নাগরিকত্ব বজায় রাখা সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর স্থায়ীভাবে ভারত গমন অনিশ্চিত হয়ে পড়েছে। আজ সোমবার (৯ নবেম্বর)সকাল ১১টার মধ্যে প্রথম দফায়  ৭৩ পরিবারের ৩১৭ জন সদস্যের ভারত চলে যাওয়ার কথা ছিল। এর মধ্যে বুড়িমারী- চ্যাড়াবান্ধা অভিবাসন সীমান্ত দিয়ে লালমনিরহাটের চারটি পরিবারের ৩৪ জন সদস্য, নীলফামারীর চিলাহাটি-হলদিবাড়ি অভিবাসন সীমান্ত দিয়ে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল থেকে ১৬ পরিবারের ৪৮ জন সদস্য ও বাগভান্ডার -সাহেবগঞ্জ অভিবাসন সীমান্ত দিয়ে  কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের  ৫৩ পরিবারের ২৩৫ জন সদস্যের গমনের দিনছিল। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষে কোন সবুজ সংকেট না পাওয়ায় বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের ভারত পাঠাতে পারেনি। এ জন্য নীলফামারীর চিলাহাটি –হলদিবাড়ি অভিবাসন সীমান্ত পথ তৈরী করে রাখা হয়েছে। সীমান্তের ওপারে ভারতীয় কর্তৃপক্ষ নির্মান করেছে বিশাল একটি সবুজ প্যান্ডেল। সেখানে বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন শুধু দিনক্ষনের অপেক্ষা।
প্রসঙ্গতঃ চলতি বছরের ৩১ জুলাই মধ্য রাতে বাংলাদেশের অভ্যান্তরে থাকা ভারতীয় ১১১টি ও ভারতের অভ্যান্তরে থাকা বাংলাদেশের ৫১ সহ ১৬২টি ছিটমহল বিলুপ্ত ঘোষনা করা হয়েছিল। এর আগে উভয় দেশের এসব ছিটমহলে বসবাসরত বাসিন্দাদের জনগণনা সম্পন্ন করা হয়। সে সময় দেশ বেছে নেয়ার নির্ধারিত ফরমে বাংলাদেশের অভ্যান্তরে ভারতীয় ওই সব ছিটমহলের তিন জেলার ১০৮ পরিবারের ৯৮৫ জন তাদের ভারতীয় নাগরিকত্ব বহাল রেখে ভারতে যাওয়ার জন্য মত দেয়। সেই সুত্র ধরে তাদের বাংলাদেশ থেকে ভারতে প্রেরন করার উল্লেখিত প্রস্তুতি গ্রহন করা হয় এবং ভারতে নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করে ভারত সরকার।নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন জানান, উভয় দেশের ডিসি/ডিএম পর্যায় ইতোমধ্যে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে স্থায়ীভাবে গমনে ট্রাভেল পাসধারীরা প্রস্তুত রয়েছেন।  ভারত সরকারের প থেকে সবুজ সংকেত এলেই চার দফায় তাদের পাঠানো হবে। তবে ৩০ নবেম্বরের মধ্যেই সবাইকে পাঠানো হবে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 552578953411886136

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item