নীলফামারীতে র‌্যাবের হাতে ডলার চক্রের দুই সদস্য আটক

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৪নবেম্বর॥
  র‌্যাব-১৩ নীলফামারী ক্যা¤েপর সদস্যরা  অভিযান চালিয়ে ইএস ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ওয়াপদা রেলঘুমটি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইউএসেসের ৫৫০ ডলার। এর মধ্যে ৩টি ১০০ ডলারের নোট,১টি ৫০ ডলারের নোট, ৩টি ২০ ডলারের নোট, ১০টি ২ ডলারের নোট, ১টি ২ ডলারের নোট  ও ১ ডলারের ১১৮টি নোট রয়েছে।
ডলার চক্রের আটক দুই জন হলো রংপুরের বদরগঞ্জ উপজেলার মাদারিপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আব্দুস সাক্তার (২৮) ও দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া বিষ্ণুগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম(৩৫)। 
 র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে এই ডলার প্রতারক চক্রকে আটক করা হয় বলে জানানো হয়েছে।
তাদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় নীলফামারী র‌্যাব ক্যাম্প।
র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 712374450158579967

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item