নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রেস ব্রিফিং

ইনজামাম-উল-হক নির্ণয়॥
আগামী ১৪ নবেম্বর জাতীয় ভিটামিন “এ” পাস ক্যাম্পেইন সফল করার লক্ষে মঙ্গলবার ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে  সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহ মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল প্রমুখ।
 সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় আগামী ১৪ নবেম্বর নীলফামারী জেলার ৬ উপজেলা ও ৪ পৌরসভায় ১ হাজার ৬৬৩ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫০ হাজার  শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৪ হাজার ৯৮৯ জন প্রশিক্ষনপ্রাপ্ত সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। প্রেসব্রিফিং এ সকল শিশুকে ভড়পেটে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্যাপসুলে শিশুদের রাতকানা রোগসহ অনেক রোগ নির্মূল হবে বলে অবগত করা হয়।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 5079994240701002905

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item