দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরাজ করছে - গোলাম মোস্তফা ভুইয়া

সরকার বিরোধী দলের কন্ঠরোধ করতে বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিরোধী দলের শত-শত নেতা-কর্মীকে কারাগারে প্রেরন করছে। বর্তমান সরকার সমগ্র দেশটাকেই একটা কারাগারে পরিনত করছে বলে বাংলাদেশ ন্যাপ‘র সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, নিজেরদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই সরকার সারা দেশে গণগ্রেফতার চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে “বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়-সহ সকল রাজবন্দির মুক্তির দাবীতে” বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, আলোচনায় অংশগ্রহন করেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির বেপারী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোঃ জসিমউদ্দিন মজুমদার, ন্যাপ নগর যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, মোঃ বেলাল হোসেন, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-কাউছারী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। গণতান্ত্রহীন বাংলাদেশে এখন মানুষ চরম আতংকিত অবস্থায় দিন কাটাচ্ছে। সরকার আইন-শৃংখরা বাহিনীকে প্রতিনিয়ত বিরোধী দল দমনে ব্যস্থ রাখায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে সরকার বিরোধী দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকারান্তরে রাজনীতির সকল দরজা বন্ধ করে দিতে চাচ্ছে। সরকার সংলাপের পরিবর্তে শক্তি প্রয়োগের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরশনের চেষ্টা করছে। যা সরকারের জন্যই বুমেরাং হতে পারে। তিনি অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হলো জাতীয় সংলাপ। শক্তি প্রয়োগে কোন সমস্যার সমাধান হয় না। সকল দরজা বন্দ করে দিলে রাজনীতি চলবে না। সরকারের উচিত গণতন্ত্রের স্বার্থে রাজনীতির সকল দরজা উম্মুক্ত করে দেয়া। দেশের সকল নিবন্ধিত দলের সমন্বয়ে জাতীয় সংলাপের ব্যবস্থা করা। সরকারকে মনে রাখতে হবে বহুদলীয় রাজনীতি যদি না থাকে সমাজ ও রাষ্ট্রে অশুভ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে বাধ্য। বর্তমান সরকার গণতান্ত্রিক শক্তিগুলো বা বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নিস্তেজ করার যে কৌশল গ্রহন করেছে তাতে অগণতান্ত্রিক শক্তি কবলে পড়তে পারে রাষ্ট্র।
সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট সমস্যা সমাধানে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপ এখন সময়ের দাবী। রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের কোন বিকল্প নাই। রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে রাজনৈতিক সমস্যা সমাধানের সরকারের অপচেষ্ঠা বুমেরাং হতে পারে। আর সে জন্য বর্তমান সরকারকেই দায়ি থাকতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

পুরোনো সংবাদ

প্রধান খবর 2772715688821676339

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item