ডোমারে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন করা হয়েছে। ১৩নভেম্বর শুক্রবার বিকালে আনন্দ শোভা ও বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাটার মোড়ে  সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। পরে ডোমার নাট্য সমিতি মঞ্চে সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল, গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত গোলাম মোস্তফা বাউলার সহধর্মীনী মোছাঃ ছাবেরা বেগম দিপা। আওরঙ্গজেব বাবু, অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম, আল-আমিন রহমান প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গোলাম মোস্তফা বাউলা রচিত নাটক “তামাশা” মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ও সঞ্চালনায় সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আরমিন আক্তার।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 1123859034437004048

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item