ফলোআপঃ৫০ বছরেও নির্মাণ করা হয়নি যমুনেশ্বরী ক্যানেলের ব্রীজটি; অবশেষে আশার বানী

এ.আই. পলাশ ঃ
অবশেষে ডোমার-ডিমলা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আফতাব উদ্দিন সরকার গত মঙ্গলবার এলাকার মানুষের দুর্দশার কথা চিন্তা করে এলাকাবাসীকে প্রতিশ্র“তি প্রদান করেন যে, অতি জরুরী ভিত্তিতে আপনাদের এই যমুনেশ্বরী ক্যানেলের উপর ব্রীজের কাজ শুরু করা হবে। এলাকাবাসী অভিমত পঞ্চাশ বছরের দুর্দশার হাত থেকে হয়তো এবার সংসদ সদস্যের ওয়াদার প্রেক্ষিতে  এলাকার মানুষ উপকৃত হতে পারে।
 উল্লেখ্য যে,নীলফামারী জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হিন্দুপাড়া ও ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রধানপাড়া সংলগ্ন ভারতের হলদিবাড়ী থেকে নেমে আসা যমুনেশ্বরী ক্যানেলের প্রস্থ বরাবর প্রায় ৪৮ ফিট বাশের ব্রীজটি দীর্ঘ ৫০ বছরেও নির্মান করা হয়নি। এত করে দুই ইউনিয়নের চলাচলের একমাত্র রাস্তার উপর ব্রীজটি নির্মান না হওয়ায়। এলাকার ১০ হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে বাঁশের সাকোর উপর দিয়ে চলাচল করছে। বিশেষ করে বর্ষা মৌসূমে এই বাশের সাকোটি পানিতে তলিয়ে গেলে এলাকার সাধারণ মানুষসহ স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীদের প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে চিলাহাটিতে প্রবশে করতে হয়। জানা গেছে ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের হিন্দুপাড়া ও পার্শবর্তী ভোগডাবুড়ী ইউনিয়নের প্রধান পাড়ার মধ্যস্থ এলাকায় এই যমুনেশ্বরী ক্যানেলটি ভারতের হলদিবাড়ী ডোবা নদী থেকে এই ক্যানেলটির উৎপত্তি। দীর্ঘ ৫০ বছর অতিবাহিত হওয়ার পরেও অদ্যবধি কোন সরকারই এই ব্রীজটি নির্মাণ করার উদ্দ্যেগ গ্রহণ করেনি এবং ৫০ বছর থেকে এই এলাকার লোকজন জীবনের ঝুকি নিয়েই নিজেদের নির্মানাধীন বাশের সাকোর উপর দিয়েই চলাচল করছে। বর্ষা মৌসুম এলে এই বাশের সাকোটি পানিতে তলিয়ে গেলে এলাকার মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 92447424178413777

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item