দেবীগঞ্জে ভারতীয় স্টাম্প ও রেজিস্ট্রি অফিসের সিল উদ্ধার

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

দেবীগঞ্জ উপজেলার নব বাংলাদেশ (সাবেক ছিটমহল) ১নং দহলা খাগড়াবাড়ীর মাঝাপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে  মোঃ মোশারফ হোসেন  ওরফে পাঘালুর ঘর হতে ভারতীয় স্টাম্প,ফিংঙ্গার প্রিন্ট পেপার,বিভিন্ন নামে দলিল ,ভারতীয় সাব-রেজিস্ট্রি ও ডিস্ট্রিক রেজিস্ট্রি অফিসের সিল যাহা মেখলীগঞ্জ, হলদিবাড়ী,কুচবিহার এর সিল এবং বাংলাদেশীয় পাসপোর্ট উদ্ধার করা হয়।
প্রতোক্ষদর্শী  ও উপজেলা ভূমি অফিস এবং থানা সুত্রে জানা গেছে,নব বাংলাদেশে (সাবেক ছিটমহল) ভূমি জরিপ চলিতেছে এবং দখলদার-বেদখলদারের  ডিসপুট এর কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এর নির্দেশে  মঙ্গলবার বিকালে মোঃ সানিউল ফেরদৌস সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে  তদন্তে গিয়ে জমির কাগজ পত্র দেখে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটি  ক্ষমতা বলে এলাকার জনগণকে স্বাক্ষী রেখে মোঃ মোশারফ হোসেন  ওরফে পাঘালুর ঘর সার্চ করে এসব মালামাল উদ্ধার হয়। 
দেবীগঞ্জ থানার ওসি তদন্ত  মোঃ আয়ুব আলী জানান, তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে । 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7230842260520305815

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item