শারদ্বীয় দুর্গা উৎসবে পাগলাপীরে বিভিন্ন মন্দির মন্ডবে চলছে প্রতিমা তৈরীর কাজ জোরে সোরে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আসন্ন শারদ্বীয় দুর্গা পুজা উৎসবে রংপুরের পাগলাপীরে বিভিন্ন মন্দির মন্ডবে দেব দেবীদের প্রতিমা তৈরীর কাজ জোরে সোরে চলছে। ইতিমধ্যে পাগলাপীর সহ অঞ্চলের বিভ্ন্নি মন্ডব মন্দিরে প্রতিমার গায়ে মাটির কাজ শেষ হয়েছে। আবার কোন কোন মন্দির মন্ডবে প্রতিমার গায়ে রঙ্গের কাজ শুরু হয়েছে। জানা গেছে শারদ্বীয় দুর্গা উৎসব বাঙ্গালী সনাতন হিন্দু সম্প্রদায় দের এটি হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আগামী ১৯শে অক্টোবর গোধুলী লগ্নে মা দুর্গা দেবী তার আসন গ্রহন করবেন এবং ্ওই দিন মহা ষষ্টী পুজা পালনের মধ্যে দিয়ে শুরু হবে টানা চার দিন ব্যাপী শারদ্বীয় দুর্গা উৎসব। ২২ মে অক্টোবর বিজয় দশমী প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে শারদ্বীয় দুর্গা উৎসব।

পুরোনো সংবাদ

রংপুর 4235424803408634859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item