রংপুরে দিনে গরম রাতে ঠান্ডা,প্রতিদিনই রোগেই আক্রান্ত

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস : 

শরতের শুরুতেই বার্তা বয়ে এনেছে উত্তরাঞ্চল রংপুরে। হেমন্তে শীতের তাপ মাত্রা দিন দিন বেড়েই চলেছে। চারদিকে দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ঠান্ডার অনুভব শুরু হয়ে যায়। রাতে অনেকেই ফ্যান ও এসি বন্ধ করে দিতে হচেছ ভোর রাতের জন্য। ফলে গরম কাপড় কাঁথা ও চিকন কন্বল গায়ে জড়াতে হচেছ। দিনে যেমন গরম রাতে ঠান্ডা আবহাওয়ার ফলে সর্দি-কার্শি, মাথা ব্যথা ও জ্বর সহ আবহাওয়াজনিত রোগে ভুগছেন অনেকে। এতে সব পরিবারে বৃদ্ধাদের নিয়ে বিপাকে পড়ছে। ফলে  দিন দিন রংপুর মেডিকেল হাসপাতালে শিশু সহ সংখ্যক বৃদ্ধা রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল ও কিনিক ডাক্তারের চেম্বারে বাড়ছে রোগীর সংখ্যা। 

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1367441062526884715

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item