নীলফামারীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীতে আজ সোমবার জাতীয় শ্রমিকলীগের  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। ১৯৬৯ সালের এই দিনে (১২ অক্টোবর)সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহত্তম  জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন।
তাই বন্ধুবন্ধুর হাতে গড়া এই সংগঠনের আন্দোলন, সংগ্রাম ও সফলতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে জাতীয় শ্রমিক লীগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নানান কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করছে। সকালে চৌরঙ্গী মোড়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১১টায় কেক কেটে শহরে বের করা হয় বিশাল বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায়, পৌর আঃ লীগের সভাপতি মসফিকুর রহমান রিন্টু, জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপী, সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ, শ্রমিক নেতা দেওয়ান জকি, আতিয়ার রহমান, আবু তালেব প্রমুখ। সুত্র মতে সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3698095643454953987

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item