জলঢাকায় প্রকৃচি-বিসিএস(২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা-কর্মচারীদের মানব বন্ধন

 মর্তুজাইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের বেতন-ভাতাদি বিলে ইউএনও’র স্বাক্ষর বাতিল ও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিসহ ৬ দফা দাবিতে প্রকৃচি-বিসিএস(২৬ ক্যাডার), নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা-কর্মচারীদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে দুপুর ১২ টা হতে ০১ টা পর্যন্ত উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬ দপ্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এ মানব বন্ধনে অংশগ্রহন করেন। মানব বন্ধন শেষে সমাবেশে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক সমাবেশের ঘোষণা পত্র পাঠ করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাহবুব হাসান লেলিন আগামী ৫ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আয়োজনসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: হারুন-অর-রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো: শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, ভেটেরেনারী সার্জন মো: ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারবৃন্দ, উপজেলা সমবায় অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, উপসহকারী প্রকৌশলীবৃন্দ, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, আনসার ও ভিডিপির সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4709032618624035538

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item