৪৪৮২টি পরিবারকে পিএফপি সিঁড়ি প্রকল্পের গরু বিতরণ

তিস্তাপাড়ের মানুষ আর ত্রানের আশায় থাকে না

চাষাবাদ ও গরুপালনে দরিদ্ররাও এখন স্বাবলম্বী


মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
-
নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার তিস্তার তীরবর্তী মানুষরা একসময় সরকারী ও বেসরকারী ত্রানের অপোয় চাতক পাখির মত চেয়ে থাকতে দেখা গেলেও এখন আর তা চোখে পারে না। জেএসকেএস সিঁড়ি প্রকল্পের সহযোগীতায় প্রায় এখন স্বাবলম্বী হয়ে উঠেছে। তিস্তার চর এলাকা ঘুরে জানা যায়, ইউকেএইড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের কারিগরি সহায়তায় জেএসকেএস সহযোগী সংস্থা পিএফপি সিঁিড় প্রকল্পের বাস্তাবায়নে চর বাসিদের আয় বৃদ্ধিমুলক বিভিন্ন প্রশিন প্রদান ও উপকরণ বিতরনের মাধ্যমে জলঢাকা ও ডিমলা উপজেলার তিস্তার তীরবর্তী ১১টি ইউনিয়নের দরিদ্র পরিবারদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করায় তাদের এখন আর ত্রানের অপোয় থাকতে হয় না। তিস্তার পানি শুকিয়ে গেলে চরে তারা গম, ভুট্টা, পেয়াজ, মরিচ, আদা, রসুন, পাট ও সব ধরনের শাক সবজিসহ মিষ্টি কুমড়া চাষে বিপ্লব ঘটিয়েছে। বালুচরে মিষ্টি কুমড়ার চাষ করে ওই পরিবার গুলোর যেমন পুষ্টির চাহিদা পুরন হচ্ছে, অন্যদিকে উৎপাদিত কুমড়া গুলো দেশের বিভিন্ন শহরে বিক্রি করে মোটা অংকের আয়ের ব্যবস্থাও হচ্ছে। তালুক শৌলমারী চর এলাকার সফিকুল ইসলাম, হাবিজর রহমানের সাথে কথা হলে তারা জানায় প্রতিবছরে হামার ঘরবাড়ী বানোত ভাষি যায়, বাধোত বসি থাকি ত্রানের  আশায়, তিস্তার পানি শুকি গেইলে আবার কষ্ট করি ঘরবাড়ি ঠিক করি। জবেদুল ইসলাম বলেন, জেএসকেএর স্যাররা আসি হামাক  চরোত আবাদ করার জন্যে প্রশিণ দিয়া খরচ ও দেয়, এখন আল্লাহ দিলে সবাই ভালো আছি। জেএসকেএস সিঁড়ি প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সাখাওয়াৎ হোসেনের সাথে কথা হলে তিনি জানান তিস্তাপারের মানুষের দারিদ্রতা কাটিয়ে স্বাবলম্বী করার ল্েয প্রশিনের মাধ্যমে বালুচরে আমরা তাদেরকে চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করি। এবং আমার প্রকল্প থেকে সব ধরনের সহযোগীতা করা হয়। এছাড়াও তীরবর্তী ১১টি ইউনিয়নের চর বাসিদের মধ্যে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৪৮২টি পরিবারকে গরু, ছাগল, ভেড়া বিতরণ করা হয়েছে। এরা এখন প্রায় স্বাবলম্বী। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3735043077193531592

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item